ফের ভাইরাল হয়েছে প্রজ্ঞা। তবে এবার আর লতা বা গণেশ বন্দনায় নয়, বছরের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 'কবীর সিং'-এর জনপ্রিয় গান 'দিল কা দারিয়া'গান গেয়ে বাজিমাত করেছে ছোট্ট মেয়ে। মাত্র ২ বছর বয়সেই তার এই জনপ্রিয়তা দেখে রীতিমতো অবাক প্রত্যকেই। এত স্পষ্ট উচ্চারণ তাও আবার হিন্দি গানের, তাতেই সকলকে অবাক করে দিয়েছে এই খুদে। তবে এবার আর একা নয়, মাকে সঙ্গে নিয়েই গান গেয়ে ভাইরাল হয়েছে এই খুদে। শুনে নিন মিষ্টি প্রজ্ঞার গান।নেট দুনিয়ার মন ছুঁয়েছিল ছোট্ট মেধার গান। লতা মঙ্গেশ্করের বিখ্যাত গান 'লগ যা গলে'- গেয়ে ছোট্ট মেধা জনপ্রিয় হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। আবারও প্রজ্ঞা মেধার গাওয়া একটি গান বেশ জনপ্রিয় হয়েছে। আদুরে সুরে "বক্রতুন্ডা মহা কায়া সূর্য কোটি সমপ্রভা নির্ভিগ্নাম কুরু মেয় দেবা সর্ব কার্যসু সর্বদা"- গণেশ বন্দনা মন ছুঁয়েছে সকলের। খুদের গলায় অসাধারণ গণেশ বন্দনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।