অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আঁচ পৌঁছল উত্তর ২৪ পরগনার বসিরহাটের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহরে উৎসবে মাতলেন স্থানীয় বাসিন্দারা। সাঁইপালা ১ নম্বর কলোনিতে ঢাকের বাদ্য়ি ও শঙ্খধ্বনি সহযোগের রামের পুজোর আয়োজন করেন রাম নবমী উদযাপন কমিটির সদস্যরা। সন্ধ্যায় প্রতিটি বাড়িতে জ্বালানো হবে প্রদীপ। বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতে এলাকায় বর্ণাঢ্য মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা।