নবান্ন অভিযানের রেশ যেন কাটছেই না। ৮ অক্টোবর ছিল নবান্ন অভিযান, তার পর থেকে এই নিয়েই রাজনৈতিক মহলে চলছে তরজা। এবার সেই নিয়েই অমিত শাহ -কে চিঠি দিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই দিন জলকামান থেকে রাসায়নিক ছোঁড়া হয়েছিল বিজেপির কর্মীদের উপর। যার জেরে বহু বিজেপি কর্মী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপি কোনো নিষিদ্ধ দল নয়। রাজনৈতিক ভাবে আন্দোলন করার পূর্ণ অধিকার আছে তাদের। তাঁর কথায় পুলিশের লাঠিপেটা বা বোমা ছোঁড়া তবুও মেনে নেওয়া যায়। তবে এই ভাবে রাসায়নিক ছোঁড়ার ব্যাপারটা মানতে পারছেননা তিনি। রাসায়নিক ছোঁড়ার এই অভিযোগ অবশ্য উড়িয়েছিলেন মুখ্যসচিব। তাঁর কথায় দোলের রং ব্যবহার করা হয়েছিল সেখানে। এখন এই জলকামান থেকে রাসায়নিক ছোঁড়ার বিষয়েই পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন লকেট। আর তাই নিয়েই চিঠি দিয়েছেন তিনি।