শুভেন্দুকে তীব্র ভাষায় কটাক্ষ মদন মিত্র-র। 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা', বললেন মদন মিত্র। দুয়ারে চোর বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দু অধিকারীকে সাবধানে ঘোরাফেরার কথা বললেন।
শুভেন্দুকে তীব্র ভাষায় কটাক্ষ মদন মিত্র-র। 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা', বললেন মদন মিত্র। দুয়ারে চোর বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দু অধিকারীকে সাবধানে ঘোরাফেরার কথা বললেন। 'মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দানা খাইয়েছেন'। তৃণমূল ছাড়া মানুষ দরজায় খিল দিয়েছে, বললেন মদন মিত্র। শুভেন্দু অধিকারী কামারহাটিতে প্রচারে এলে ভুল করবে। ভাবানিপুরের থেকেও আরও মক্ষম জবাব পাবে। চোর চোর চোরটা শিশির বাবু ছেলেটা বলতেও শোনা গিয়েছে তাঁকে। কামারহাটির মানুষ, ভবানিপুর থেকেও আরও বেশি বুঝিয়ে দেবে, আর যেতে দেবে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই বলতে শোনা গিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্র। মানুষ তাদের দরজায় খিল দিয়েছে বিজেপিকে কিছুতেই মেনে নেবেনা বলতেও শোনা যায় তাঁকে।