অর্নব গরাই। মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ৬৯৩ নম্বর পেয়ে এবার প্রথম হয়েছে। বাড়ি গঙ্গাজলঘাটিতে
অর্নব গরাই। মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ৬৯৩ নম্বর পেয়ে এবার প্রথম হয়েছে। বাড়ি গঙ্গাজলঘাটিতে। ছোট থেকেই পড়াশোনায় ভালো অর্নব। ছোট থেকেই পড়াশোনা রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। বাবা জগন্নাথ গরাই কাপিষ্টা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা ছবি গরাই গৃহবধূ। প্রিয় বিষয় জীবন বিজ্ঞান। পড়ার বই ছাড়াও গল্পের বই পড়তে ভালো লাগে। প্রিয় লেখক সত্যজিৎ রায়, বিবেকানন্দ। পড়া ছাড়াও খেলাধূলা করতে ভালোবাসে। ভালোবাসার খেলা ক্রিকেট। প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। বড় হয়ে চিকিৎসক হতে চায়। গ্রামীণ এলাকায় চিকিৎসকরা চিকিৎসা করতে চায়না সেই অভাব পূরণ করতে চায় অর্ণব।