লাখো ভক্তের সমাগমে মকর স্নানে মেতেছে সাগর। কোভিড বিধি-কে তুড়ি মেরে উড়িয়ে দিল ভক্তদের দল। কোভিড বিধি পালনে কার্যত ব্যর্থ পুলিশ ও প্রশাসন। মকর স্নানে এবার চমক- ড্রোন দিয়ে পূণ্য স্নানের ব্যবস্থা।
লাখো ভক্তের সমাগমে মকর স্নানে মেতেছে সাগর। কোভিড বিধি-কে তুড়ি মেরে উড়িয়ে দিল ভক্তদের দল। কোভিড বিধি পালনে কার্যত ব্যর্থ পুলিশ ও প্রশাসন। মকর স্নানে এবার চমক- ড্রোন দিয়ে পূণ্য স্নানের ব্যবস্থা। কলকাতার এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু পূর্ণ্যার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পূর্ণ্যার্থীরা জমায়েত হয়েছেন। বৃহস্পতিবারও দেখা গিয়েছিল সেই একই ছবি। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে পূণ্যস্নানের জন্য দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বদলায়নি সেই ছবি। সকাল থেকেই সেখানে পূর্ণ্যার্থীরা জমায়েত হন। অধিকাংশ মানুষের মুখেই সেখানে দেখা যায়নি মাস্ক। এবং শিকেয় উঠেছে দূরত্ব বিধিও। প্রসঙ্গত, দেশে কোভিডের বাড়বাড়ন্তর মাঝে গঙ্গাসাগর হবে কী না তা অনিশ্চয়তার মুখে ছিল। শেষ মুহূর্তে করোনা বিধি মেনে গঙ্গাসাগর করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে গঙ্গাসাগর মেলা শুরু হতেই ভয়াবহ ছবি ধরা পড়েছে সেখানে। কোভিড বিধি শিকেয় তুলেই চলছে সেখানে পূণ্যস্নান। এমনকী মাস্কও দেখা যাচ্ছে না অধিকাংশ মানুষের মুখে।