মালবাজার হড়পা বানে বহু মানুষকে উদ্ধার সম্ভব হলেও এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ, এবার তল্লাশি শুরু করল এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স
মালবাজার হড়পা বানে এখনও নিখোঁজ অসংখ্য, কাল রাত থেকে বহু মানুষ কে উদ্ধার করা সম্ভব হয়েছে | আজ সকাল হতেই ঘটনাস্থলে পৌছয় এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স | এনডিআরএফ এর দুটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে, তবে স্থানীয় মানুষদের সহযোগিতায় অনেককে উদ্ধার করা গেছে