বরাবরই ভিআইপি সুলভ সুযোগ সুবিধায় আপত্তি তাঁর। এবার মাঝরাস্তায় নিজের গাড়ি থামিয়ে আগে আমজনতার গাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ভিআইপি-র জন্য সাধারণ মানুষকে যেন আটকে না রাখা হয়, প্রয়োজনে ভিআইপি পরে যাবেন।
বৃহস্পতিবার বিকেলে চেন্নাই থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ ভিআইপি রোড দিয়ে ফিরছিল তাঁর কনভয়। তখনই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন, তাঁর কনভয় যাবে বলে সার্ভিস রোডে সাধারণ যানবাহনকে আটকে রেখেছে পুলিশ। যার জেরে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ক্ষুব্ধ মমতা গাড়ি থামিয়ে আগে সাধারণ মানুষের গাড়ি ছাড়ার নির্দেশ দেন পুলিশকে।