Mamata Banerjee: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মালদহে মমতা

Mamata Banerjee: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মালদহে মমতা

Published : Dec 07, 2021, 11:17 AM ISTUpdated : Dec 07, 2021, 11:25 AM IST

তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফরের জন্য রওনা দেন মমতা। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে চড়ে রওনা দেন তিনি। আবহাওয়া খারাপ থাকায় ট্রেনেই তাঁর এবারের সফর।

তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার উত্তরবঙ্গ সফরের জন্য রওনা দেন মমতা। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে চড়ে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আবহাওয়া খারাপ থাকায় ট্রেনেই তাঁর এবারের সফর। সোমবার রাতেই মালদহে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা স্টেশন চত্বর। মঙ্গলবার তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। প্রসঙ্গত, তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রেলপথে মালদহে পৌঁছন তিনি। জানাগিয়েছে রাতে মালদহের মহানন্দা ভবনে ছিলেন মমতা। মঙ্গলবার মালদহ থেকে তিনি যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতেই ফের মালদহে ফিরবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার মালদা কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

07:07Sukanta Majumdar: ‘এইবার পগার পার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাব!’ চরম ধুয়ে দিলেন সুকান্ত
08:03তাহেরপুরের মোদীর সভা থেকে দীপু দাসের হত্যার প্রতিবাদ শুভেন্দুর, দেখুন কী বলছেন
17:03PM Modi : 'পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে' অডিও বার্তায় মমতাকে বিঁধলেন মোদী
09:58Samik Bhattacharya: তাহেরপুরের মঞ্চ থেকে হিন্দু উদ্বাস্তুদের উদ্দশ্যে শমীকের বিরাট বার্তা! দেখুন
07:30Sukanta Majumdar: ‘ঘুগনি বিক্রিতে কোটিপতি হলে ভাইপো গরু বিক্রি করে কেন?’ মোদীর সভায় হুঙ্কার সুকান্তর
04:34দীপু দাসের হত্যা নিয়ে বাংলাদেশকে চরম আক্রমণ শমীকের, দেখুন কী বলছেন
05:39'২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হচ্ছে মোদীর নেতৃত্বে', তাহেরপুর থেকে হুঙ্কার সুকান্তর
05:34নদীয়ার মাটিতে পা রাখার আগে বাংলায় আবেগঘন বার্তা মোদীর | PM Modi Taherpur | BJP Rally | Nadia News
05:34নদীয়ার মাটিতে পা রাখার আগে বাংলায় আবেগঘন বার্তা মোদীর, কী বললেন জগন্নাথ ও শমীক?
03:43Ranaghat : মোদীর সভার আগেই তৃণমূলে ভাঙন, পদ্ম পতাকা তুলে নিল ৩০টি পরিবার
Read more