আসানসোলের কর্মী সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার। এদিন সংবাদ মাধ্যমকে একহাত নিলেন মমতা। জাভেদ, জুবের, তিস্তা গ্রেফতার হলে আপনারা অল্প প্রতিবাদ করেন। মধ্যপ্রদেশে যখন উলঙ্গ করে সাংবাদিক পেটায় তখন আপনারা চুপ থাকেন। আর বাংলায় একটা ছোট ঘটনা ঘটলেই ধেই ধেই করে টিএমসি বিরুদ্ধে বলেন। বাইরের কিছু নিউজ চ্যানেল ভুল খবর প্রচার করে।
এদিন সংবাদ মাধ্যমকে একহাত নিলেন মমতা। জাভেদ, জুবের, তিস্তা গ্রেফতার হলে আপনারা অল্প প্রতিবাদ করেন। মধ্যপ্রদেশে যখন উলঙ্গ করে সাংবাদিক পেটায় তখন আপনারা চুপ থাকেন। আর বাংলায় একটা ছোট ঘটনা ঘটলেই ধেই ধেই করে টিএমসি বিরুদ্ধে বলেন। বাইরের কিছু নিউজ চ্যানেল ভুল খবর প্রচার করে।