কাজের আয়ু মাত্র ৪ বছর, তারপর ' কেলা খাও', কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের কর্মী সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার। অগ্নিপথ প্রকল্পকে বিজেপির বড়সড় দুর্নীতি বলললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন ৪ বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ নিয়ে। '৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার' আরেকবার ৪০ হাজার লোক নেবে বলেছে কেন্দ্র। একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়েও সুযোগ পাবে না। '৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দিতে রাজ্যকে বলা হচ্ছে'। তোমাদের পাপ আমরা নেব কেন?
আসানসোলের কর্মী সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার। অগ্নিপথ প্রকল্পকে বিজেপির বড়সড় দুর্নীতি বলললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন ৪ বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ নিয়ে। '৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার' আরেকবার ৪০ হাজার লোক নেবে বলেছে কেন্দ্র। একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়েও সুযোগ পাবে না। '৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দিতে রাজ্যকে বলা হচ্ছে'। তোমাদের পাপ আমরা নেব কেন?