ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী সাড়া ফেলেছে গোটা রাজ্যে। লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে দেখা যাচ্ছে রাজ্যবাসীকে। এবার সেই লাইনেই দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম। হরিশ চ্যাটার্জি রোডের জয়হিন্দ ভবনে দেখা গেল তাঁদের। সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন মুখ্যমন্ত্রী।