বুধবার নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল থেকেই সাধারণের উদ্দেশ্যে বার্তা মমতার। তিনি জানালেন আপাতত তিনি ভালোই আছেন। সেই সঙ্গেই তিনি জানান খুব শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি, তাঁর এই অসুস্থতা কাজের ওপর প্রভাব ফেলবে না। আপাতত হুইল চেয়ারে ঘুরতে হবে তাঁকে, এই কথাও বলতে শোনা যায় তাঁকে।