ক্ষুদ্র ও কুটির শিল্পকে উন্নত করতে এবার কাশফুল দিয়ে অভিনব শিল্প তৈরির প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন ‘প্রচুর টাকায় বিক্রি হবে বালিশ-বালাপোশ’। রাস্তার ধারে শরৎকালে দেখা যায় কাশফুল।
ক্ষুদ্র ও কুটির শিল্পকে উন্নত করতে এবার কাশফুল দিয়ে অভিনব শিল্প তৈরির প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন ‘প্রচুর টাকায় বিক্রি হবে বালিশ-বালাপোশ’। রাস্তার ধারে শরৎকালে দেখা যায় কাশফুল। সেই কাশফুলকেও শিল্পের কাজে ব্যবহার করা যেতে পারে বলেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলোর বিকল্প হিসাবে ব্যবহার করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন কাশফুল সংরক্ষণ করে ব্যবহারের কথা বলেন তিনি। কীভাবে সংরক্ষণ করা যায় তাও ভেবে দেখতে বললেন। বৃহস্পতিবার হাওড়া জেলার শরৎ সদনে এডমিনিষ্ট্রটিভ বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি জানালেন একথা। পাশাপাশি তিনি বলেন এর মাধ্যমে প্রচুর টাকায় বিক্রি হতে পারে কাশফুলের বালিশ ও বালাপোশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার হাওড়া জেলার শরৎ সদনে ছিল এডমিনিষ্ট্রটিভ বৈঠক। সেখানে গিয়েই এই শিল্পের কথা বলেন তিনি। সেখানে জেলার সমস্ত দফতরের থেকে তাদের কাজের খতিয়ানও চান তিনি।