Mamata Banerjee‐ পাহাড়ের বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা মমতার, দিলেন উপহারও

বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিন মমতার (Mamata Banerjee)। পাহাড় সফর শেষে সেখান থেকে গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাহাড়ে খোশ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ের বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মমতাকে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন তাঁদের। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল চায়ের দোকানে বসে চা খেতে। তার ঠিক পরের দিনই পাহাড়ের বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। দীর্ঘক্ষণ তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। কথার শেষে তাঁদের হাতে উপহার তুলেদেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার পাহাড়ে বৈঠক করেন তিনি। সেখানে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। এদিন পাহাড়ের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সেই বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, ঘুরতে তাঁর ভালোলাগে। পাহাড়ে ঘুরতে যে তাঁর ভালোলাগে সে কথা জানিয়ে তিনি বলেন, ইচ্ছা থাকলেও তিনি ঘুরতে পারেন না। তার ঠিক এক দিন পরেই পাহাড়ের এক চায়ের দোকানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার সেই পাহাড়ের বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে। 

বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিন মমতার (Mamata Banerjee)। পাহাড় সফর শেষে সেখান থেকে গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাহাড়ে খোশ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ের বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মমতাকে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন তাঁদের। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল চায়ের দোকানে বসে চা খেতে। তার ঠিক পরের দিনই পাহাড়ের বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। দীর্ঘক্ষণ তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। কথার শেষে তাঁদের হাতে উপহার তুলেদেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার পাহাড়ে বৈঠক করেন তিনি। সেখানে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। এদিন পাহাড়ের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সেই বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, ঘুরতে তাঁর ভালোলাগে। পাহাড়ে ঘুরতে যে তাঁর ভালোলাগে সে কথা জানিয়ে তিনি বলেন, ইচ্ছা থাকলেও তিনি ঘুরতে পারেন না। তার ঠিক এক দিন পরেই পাহাড়ের এক চায়ের দোকানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার সেই পাহাড়ের বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে। 

06:39খো খো বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে! দেখুন কী বলছেন মহিলা খো খো দলের প্রধান কোচ ডঃ মুন্নি জুন04:10'আর কতজন মানুষের প্রান গেলে আপনাদের টনক নড়বে' মমতার সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে স্বাস্থ্যভবন অভিযানের ঢাক কংগ্রেসের06:02'আমাদের এক কোম্পানি বাংলাদেশে ঢুকলে ওরা পালানোর জায়গা পাবে না' চরম জবাব শুভেন্দুর, দেখুন05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর02:42'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে এসে মন্তব্য শুভেন্দুর04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের