গ্রামের দোকানে ঢুকে নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

গ্রামের দোকানে ঢুকে নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

Published : Aug 21, 2019, 11:08 PM IST
  • পূর্ব মেদিনীপুরের দত্তপুর গ্রামের ঘটনা
  • প্রশাসনিক বৈঠক শেষ করে গ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার প্রশাসনিক বৈঠক শেষ করে সোজা বাংলা ওড়িশা সীমানা লাগোয়া গ্রাম দত্তপুরে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনার পরেই গ্রামের একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। এর পরেই অপেক্ষা করছিল সবথেকে বড় চমক। দোকানের মালিক পরিমল জানাকে সরিয়ে নিজেই চা সবার জন্য চা বানাতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকা মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সরকারি আধিকারিকরা তখন রীতিমতো অবাক। একই অবস্থা গ্রামবাসীদেরও। চা বানিয়ে তা ছেঁকে নিজে হাতেই কাগজের কাপে ঢেলে তা সবার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তৈরি দুধ চায়ের স্বাদে অভিভূত সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরাও। চা বানানোর ফাঁকেই গ্রামের একটি শিশুকে কোলে নিয়ে আদরও করেন মুখ্যমন্ত্রী।  

মুখ্যমন্ত্রী বলেন, 'যে রাঁধে সে চুলও বাঁধে। আমি তো ছোট থেকেই এসব করতে অভ্যস্ত। রান্না করতেও আমি খুব ভালবাসি। আসলে সাধারণ মানুষের মতো থাকলেই এগুলো সহজে করা যায়। এখনও পাড়ার দোকান থেকে ঝালমুড়ি, ফুচকা কিনে খাই আমি।' বেশ কিছুক্ষণ ওই দোকানে কাটিয়ে বেরিয়ে যান মমতা। আনন্দে অনেককে বিনামূল্য চা খাওয়ান দোকানের মালিক পরিমল জানা। তিনি বলেন, 'আমার সৌভাগ্য যে মুখ্যমন্ত্রী আমার দোকানে এসেছেন।'
 

04:23SIR Update : এরা কারা? মৃত ভোটার খুঁজতে গিয়ে বাধার মুখে কমিশন, ফলতায় 'প্ল্যান' করে বিক্ষোভ!
14:40সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু
05:58চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
06:53'শেখ শাহজাহান আমার পুরো পরিবারকে শেষ করতে পারে', ছেলে হারিয়েও আতঙ্কে ভোলা ঘোষ
08:11'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
07:58Krishnanagar : মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের সভাতেই খোয়া গেল ৩ মহিলার সোনার হার
07:48'শেখ শাহজাহান বসিরহাটের জেল থেকেই হামলা করিয়েছে', বিস্ফোরক শুভেন্দু অধিকারী
04:21SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া
06:25লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
05:46শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন