'দেশনায়ক মানে যিনি দেশপ্রেমিক', পরাক্রম দিবস মানতে নারাজ মুখ্যমন্ত্রী

'দেশনায়ক মানে যিনি দেশপ্রেমিক', পরাক্রম দিবস মানতে নারাজ মুখ্যমন্ত্রী

Published : Jan 19, 2021, 10:32 PM ISTUpdated : Jan 19, 2021, 10:42 PM IST
  • কেন্দ্রের পরাক্রম দিবসের বিরোধিতা মমতার
  • দেশনায়ক আদর্শ শব্দবন্ধ, বললেন মমতা
  • 'দেশনায়ক মানে যিনি দেশপ্রেমিক'- মমতা
  • বিধানসভা ভোটের আগে রাজনীতির অভিযোগ

দেশনায়ক না পরাক্রম দিবস। এবার এই নিয়ে বাঁধল বিরোধ। ২৩ জানুয়ারি নেতাজি-র জন্মদিন-কে পরাক্রম দিবস বলে পালন করার সিদ্ধান্ত নিয়ে এই বিতর্ক। নেতাজির জন্মদিন-কে যে পরাক্রম দিবস বলে পালন করা হবে, তা ১৮ জানুয়ারি রাতে গেজেট প্রকাশ করে জানিয়ে দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। এর পরপরই বিজেপি-র আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করেন এই নিয়ে। টুইটে অমিত মালব্য জানান, যে নেতাজি-র জন্মদিবসকে পরাক্রম দিবস বলে পালন করা হবে। পুরুলিয়ার হুটমূড়ায় ১৯ জানুয়ারি দুপুরে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়ের। সভার শেষে নেতাজির জন্মদিন-কে পরাক্রম দিবস বলে পালন করা নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সরাসরি বিজেপি-কে আক্রমণ করেন। সাফ জানিয়ে দেন, বাঙালি-র ভাবধারা-কে সম্মান জানিয়েই দেশনায়ক দিবস বলে দিনটি-কে পালন করা যেতে পারত। কারণ বাঙালি নেতাজি-কে দেশনায়ক হিসাবে সম্মান করে এবং দেশনায়ক মানে হল দেশপ্রেমিক। পরাক্রম শব্দটা কতটা নেতাজির দর্শনের সঙ্গে যায় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এটাও পরিস্কার করেছেন যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নেতাজি-কে নিয়ে দরদ উতলে উঠেছে বিজেপি-র। নেতাজির জন্ম দিনের দিন রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এই বছর নেতাজির জন্মের ১০০ বছর পূর্তি। ২৩ জানুয়ারি বেলা ১২টায় শ্যামবাজার থেকে একটি মিছিল হবে নেতাজিকে স্মরণ করে। এই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি-র জন্মদিন নিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ-ই প্রকাশ করেছে ফরওয়ার্ড ব্লক। নেতাজিকে নিয়ে অযথা রাজনীতির অভিযোগ করেছে তাঁরা। সিপিএম-সহ অন্যান্য বামদলগুলিও বিজেপি-কে আক্রমণ করেছে। ভোটের রাজনীতির জন্য নেতাজিকে নিয়ে তৎপরতা বলেই তারা মনে করছে। বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাংলার মণীষিদের নিয়ে রাজনীতি চরমে উঠেছে। সম্প্রতি বীরসা মুণ্ডা থেকে শুরু করে রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম বসু-সকলকে নিয়েই চলছে রাজনীতি। সন্দেহ নেই ভোট যত এগোবে কে কতটা বাঙালির কাছাকাছি তা প্রমাণের জন্য লড়াই আরও জোরদার হয়ে ওঠারই সম্ভাবনা। 

06:47'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
03:25বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের | Mohan Bhagwat | Babri Masjid
06:47Humayun Kabir: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
06:41'মমতা আর দু'বার জিতলেই...' তোলপাড় করা মন্তব্য করলেন দিলীপ | Dilip Ghosh | BJP News | TMC | Egra
10:53Mohan Bhagwat on Bangladesh: দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি RSS প্রধান মোহন ভাগবতের
04:43India Bangladesh: বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদে হাওড়ায় বিক্ষোভ! জ্বলল ইউনুসের কুশপুত্তলিকা
06:40Dilip Ghosh : 'মমতা আর দু'বার জিতলেই...' তোলপাড় করা মন্তব্য করলেন দিলীপ
08:57India Bangladesh: বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা! সরকারের উদ্দেশে কড়া বার্তা ভারতের হিন্দুদের
03:44'মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়' বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির | Bangladesh | India News
04:27বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক | Bangladesh India