শর্ট সার্কিট থেকেই কি ঘটল বিপত্তি? ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেল বারুইপুরের কাছারি বাজার। ভষ্মীভূত শতাধিক দোকান, ক্ষয়ক্ষতি পরিমাণ কোটি টাকার বেশি। মাথায় হাত ব্যবসায়ীদের।
ঘড়িতে তখন রাত দুটো। কাছারি বাজারে কাপড় পট্টি থেকে প্রথম আগুন ও ধোঁয়া বেরোতে দেখা যায়। চোখের নিমেষে বাজারটিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছে ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকল কর্মী আসতে দেরি করেন বলে অভিযোগ। শেষপর্যন্ত ৬টি ইঞ্জিনের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বাজারে প্রচুর কাপড় থাকা দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।