ফের রাজ্যে জেপি নাড্ডা। বর্ধমানের সভার উদ্দেশ্যে এরাজ্যে এসেছেন তিনি। অন্ডাল বিমানবন্দর থেকে সোজা সভায় যান তিনি। বিমানবন্দরে তাঁকে আহ্বান জানান বিজেপি নেতৃত্বরা। সভা ছাড়াও সেখানে আরও অনেক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সেখানে রোড শো করারও কথা রয়েছে তাঁর। আগেরবার হামলার পর এবার বিমানে করে এরাজ্যে এলেন তিনি। কৃষি সুরক্ষা গ্রামীন সভায় অগুন্তি মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আর তার মাঝেই তাঁকে আহ্বানের জন্য বিশেষ আয়োজন ছিল সেখানে। শঙ্খ ও ঢাক বাজিয়ে আহ্বান জানানো হয় তাঁকে।