সল্টলেক বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি জানান পুজার জন্য বিভিন্ন জেলায় মোট ১৫৩৬ টি অফিস খোলা থাকবে, ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল
পুজো নিয়ে বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস | তিনি জানান 'আজ থেকে সমস্ত পুজোকে কেন্দ্র করে কন্ট্রোল রুম খোলা হল' | এই কন্ট্রোল রুম পাঁচই নভেম্বর পর্যন্ত খোলা থাকবে | 'জেলায় মোট ১৫৩৬ টি অফিস খোলা থাকবে'- অরূপ | ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম'- অরূপ | পুজোর সময় মোট ৩০৯০ টি মোবাইল ভ্যান রাস্তায় থাকবে বলে জানান তিনি | গাছ কাটা ,রিপেয়ারিং ও অন্যান্য সার্ভিস যা করার ছিল তা সবটাই করা হয়ে গেছে বলে জানান অরূপ | এছাড়াও তিনি জানান বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল হয়েছে | মোট ৬৯৮৭১ জন কর্মী রাস্তায় থাকবে পূজা উপলক্ষে