ফের ভারী তুষারপাত হল সিকিমের উত্তর লাচেনে। শুক্রবার ভোররাত থেকেই টানা তুষারপাতে সাদা হয়ে যায় উত্তর লাচেন। পথঘাট, বাড়িঘর, হোটেল বা রাস্তায় দাঁড়ানো গাড়ি, সবকিছুই বরফে ঢেকে যায়। এ বারের শীতের মরশুমের শুরু থেকেই তুষারপাত চলছে উত্তর লাচেনে। তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকরাও। শুক্রবার গভীর রাতে বা শনিবার ভোরেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দাঁর্জিলিং-এর উঁচু এলাকাগুলিতে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।