ক্যানিং থানার সামনে মহিলাদের বিক্ষোভ। ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের বদলির প্রতিবাদে থানার সামনে ধর্নায় বসেন সেখানকার মহিলারা। আইসির বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান সেখান মহিলারা। তাঁদের দাবি, এই আইসি থাকাকালীন এলাকায় মহিলারা সুরক্ষিত ছিলেন। মাত্র নয় মাসের মধ্যেই তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে আর তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান সেখানকার মহিলারা।