মৃত্যু হল নিমতার বিজেপি নেতার মায়ের। ২৭ ফেব্রুয়ারি বিজেপি নেতা এবং তাঁর মা -কে মারধর করার অভিযোগ ওঠে। সেই হামলায় গুরুতর আহত হন বিজেপি নেতার মা শুভ্রা মজুমদার। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরে মাস খানেক হাসপাতালে চিকিৎসা চলে বৃদ্ধার। পরে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয় ওঠে গোটা এলাকা।