আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ উল আজহা বা কুরবানির ইদ। গোটা দেশেই বিভিন্ন মসজিদ, ঘরে, হলে ইদের নামাজ পাঠ করা হয়। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের মসজিদে নামাজ পাঠ করা হল। উত্তর ২৪ পরগনার সর্ববৃহৎ নামাজ পাঠ হয় এই টিটাগড়েই। উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং। টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী। নামাজ শেষে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ উল আজহা বা কুরবানির ইদ। গোটা দেশেই বিভিন্ন মসজিদ, ঘরে, হলে ইদের নামাজ পাঠ করা হয়। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের মসজিদে নামাজ পাঠ করা হল। উত্তর ২৪ পরগনার সর্ববৃহৎ নামাজ পাঠ হয় এই টিটাগড়েই। উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং। টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী। নামাজ শেষে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।