সোমবার ভর সন্ধ্যায় হাবরায় ব্যবসায়ী খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। মঙ্গলবার হাবরার নগরুখড়া মোড় লাগোয়া শ্রীপুর রোডে ফার্নিচার শোরুমের মধ্যে খুন হয় ব্যবসায়ী পার্থসারথি বিশ্বাস(৪৫)।
সোমবার ভর সন্ধ্যায় হাবরায় ব্যবসায়ী খুনের (businessman murder case) ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। সোমবার হাবরার (Habra crime) নগরুখড়া মোড় লাগোয়া শ্রীপুর রোডে ফার্নিচার শোরুমের মধ্যে খুন হয় ব্যবসায়ী পার্থসারথি বিশ্বাস(৪৫)। মঙ্গলবার এলাকায় বন্ধ ছিল সমস্ত দোকানপাট। ঘটনা ঘিরে কিছুটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে সেখানে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার সহ ব্যবসায়ীর কর্মচারীরা। ওই ফার্নিচারের শোরুমে বর্তমানে ১৫ জন কর্মী রয়েছে, শোরুমের মালিক খুন হওয়ায় তারাও কর্মহীন হয়ে পড়লেন বলে মনে করছেন কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ (Police)। অভিযোগ স্বর্ণ ব্যবসায়ী সমীর সরকারের বিরুদ্ধে। তাঁর বাড়িতেও সোমবার রাতে তল্লাশি চালায় হাবরা থানার পুলিশ, তবে এখনও অধরা অভিযুক্ত। অভিযুক্তকে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।