নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন সাংসদ দিলীপ ঘোষ, বিভিন্ন বিষয়ে সাংবাদিক দের প্রশ্নের জাবাব দেন তিনি
নারকেলডাঙা প্রসঙ্গে দিলীপ জানান বিজেপি করার অপরাধে তাকে শিকার হতে হয়েছে | 'বড় বড় নেতারা হুমকি দিচ্ছে, ছাল ছাড়িয়ে নেব' - দিলীপ | উপনির্বাচনে অশান্তি প্রসঙ্গে দিলীপ জানান 'তৃণমূল কাউকে থাকতে দেবেনা নিজেরাই করে খাবে ' | অনুব্রতর মেয়ে একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে বলে জানান তিনি | এরপর তৃণমূলের নতুন পোস্টার নিয়ে মন্তব্য করেন | তিনি বলেন 'নতুন বা পুরোন, বিষ তো বিষই আছে ' | কুনালের পুজোর গান নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন | দিলীপ বলেন 'শিয়াল যখন পাড়ায় ঢুকে যায়, বুঝতে হবে খারাপ সময় আসছে'