অবশেষে দক্ষিণবঙ্গে থিতু হচ্ছে বর্ষা। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। দিনভর দফায় দফায় বৃষ্টিপাত হয় বিভিন্ন এলাকায়। কিন্তু আজ দুপুরের জোরাল বৃষ্টিপাতের ফলে কলকাতা জলমগ্ন। ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভাসল উত্তর ও মধ্য কলকাতা। কলকাতার সেই পুরানো জলমগ্ন ছবিটা মনে করিয়ে দিল। সেন্ট্রাল এভিনিউ, যতীন্দ্রমোহন এভিনিউ সহ ধর্মতলা ও ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চল জলের তলায়।
এই বৃষ্টিতে সুকান্ত মজুমদারকেও চাকরি প্রার্থীদের অস্থায়ী মঞ্চে দেখা গেল। দুর্ভোগের চিত্রটা ফের দেখা গেল। যদিও আজ রবিবার ছুটির দিন, তবুও নাকাল হল সাধারণ মানুষ। এক নাগাড়ে বৃষ্টি হলে কি হবে কলকাতার, উঠছে প্রশ্ন।