ধূপগুড়ি ময়নাতলি এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার রাতে পাথর বোঝাই গাড়ি উল্টে যায় তিনটি গাড়ির উপর। ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। যার মধ্যে চার শিশু, ৭ মহিলা এবং ২ জন পুরুষ রয়েছে। জানা যায় আরো আহত ১১ জনকে স্থানান্তর করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটে ধূপগুড়ি ময়নাগুড়ি মধ্যবর্তী এশিয়ান হাইওয়েতে জলঢাকা ময়নাতলি এলাকায়। বুধবার ধূপগুড়ি ময়নাতলি এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন ধূপগুড়ির দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রীর শোকঞ্জাপন করেছেন এবং ঘটনার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি। মন্ত্রী এদিন বলেন প্রাথমিক ভাবে যা খবর পেয়েছি তাতে জানা যাচ্ছে লরিটির অবস্থা এমনিতেই খারাপ ছিল এবং দুর্ঘটনার পর লরিটি দেখে মনে হচ্ছে সেটি ওভারলোড ছিল। যার ফলে এই দুর্ঘটনা।তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়।