ইচ্ছে হলে সে কার্টুন দেখে, পড়াশোনা করতেও খুব খারাপ লাগে না। পাঁচ বছর বয়সে মুখে এখনও আদো আদো কথা। কিন্তু গান ধরলেই রায়গঞ্জের ওলি যেন পাকা একজন শিল্পী। অরিজিত সিংয়ে 'দুয়া' গানটি গেয়ে ইউটিউবে সে এখন ভাইরাল। সাত দিনে আড়াই কোটি বার ভিউ হয়েছে তার গানের। কিন্তু ওলির প্রিয় গান অবশ্য 'রাজি' ছবির একটি গান।
তবে গান গাওয়াটা পুরোপুরি নির্ভর করে তার মুডের উপরে। একটা গান শোনানোর জন্য অনেক অনুরোধ করার পরে অবশেষে রাজি করানো গেল তাকে। খালি গলাতেই সে গেয়ে শোনাল 'লাভ ইউ জিন্দেগি' গানটি!