'তৃণমূলের সবাই চোর নয়'। 'তৃণমূলের দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল', দলের অন্দরে দুর্নীতি নিয়ে আগেও মুখ খুলেছিলেন, আবারও মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। এর আগেও তিনি বলেছিলেন, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেই সঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয়।
'তৃণমূলের সবাই চোর নয়'। 'তৃণমূলের দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল', দলের অন্দরে দুর্নীতি নিয়ে আগেও মুখ খুলেছিলেন, আবারও মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। এর আগেও তিনি বলেছিলেন, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেই সঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয়।