নিয়ন্ত্রণ হারিয়ে সাতসকালে লরির ধাক্কা। লরির ধাক্কায় ১ বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। সোমবার সকালে পণ্যবাহী একটি লরি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ প্রথমে বেশ কয়েকজনকে ধাক্কা মারে। তারই ধাক্কায় মৃত্যু হয় ১ বাইক আরোহীর। আহত হয় ৬ জন। এর পরেই যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে চলে প্রতিবাদ। রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বেলে চলে প্রতিবাদ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।