একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। পুরুলিয়ার রাঙ্গামাটি গ্রামের প্রায় ২৫ টি পরিবার আক্রান্ত। খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে পৌঁছোন। আক্রান্তদের জরুরি ওষুধও দেন তাঁরা। দূষিত জল পানের কারণেই এমন হচ্ছে বলে অনুমান স্বাস্থ্যকর্মীদের। একজন বৃদ্ধা ও ১ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে গ্রামবাসীরা বহুবার প্রশাসনকে জানালেও এখনও পর্যন্ত কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে প্রশাসনের উপর গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে।