অনুপম দত্ত খুনের ঘটনায় কালনা থেকে গ্রেফতার সঞ্জীব পণ্ডিত

রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ আগেই করেছিলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী। মঙ্গলবার স্বামীর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন তিনি। মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। স্বামীর জন্য এই পথ চলা শুরু করলাম, বলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী। 
 

কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় একের পর এক নতুন মোড় নিচ্ছে। ঘটনায় প্রথমে গ্রেফতার হয় শম্ভু পণ্ডিত। তাঁকে গ্রেফতার করে শুরু হয় জেরা। শম্ভু পণ্ডিতকে জেরা করে সঞ্জীব পন্ডিতের নাম উঠে আসে। বর্ধমানের কালনা থেকে গ্রেফতার করা হয় শম্ভু পণ্ডিতকে। তাঁর দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে। প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পানিহাটির কাউন্সিলর-এর। পানিহাটিতে কাউন্সিলরকে লক্ষ্য করে চলে গুলি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। ১ যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথায় গুলি লাগে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়। যেখানে এই ঘটনা ঘটে তারই পাশের এক জমি থেকে ধরা পড়ে অভিযুক্ত শম্ভু পণ্ডিত। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সঞ্জীব পন্ডিতের নাম।

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা