রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ আগেই করেছিলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী। মঙ্গলবার স্বামীর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন তিনি। মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। স্বামীর জন্য এই পথ চলা শুরু করলাম, বলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী।
কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় একের পর এক নতুন মোড় নিচ্ছে। ঘটনায় প্রথমে গ্রেফতার হয় শম্ভু পণ্ডিত। তাঁকে গ্রেফতার করে শুরু হয় জেরা। শম্ভু পণ্ডিতকে জেরা করে সঞ্জীব পন্ডিতের নাম উঠে আসে। বর্ধমানের কালনা থেকে গ্রেফতার করা হয় শম্ভু পণ্ডিতকে। তাঁর দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে। প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পানিহাটির কাউন্সিলর-এর। পানিহাটিতে কাউন্সিলরকে লক্ষ্য করে চলে গুলি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। ১ যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথায় গুলি লাগে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়। যেখানে এই ঘটনা ঘটে তারই পাশের এক জমি থেকে ধরা পড়ে অভিযুক্ত শম্ভু পণ্ডিত। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সঞ্জীব পন্ডিতের নাম।