করোনা আবহেই অঙ্গদান করে আবারও নজির গড়ল এক পরিবার

করোনা আবহেই অঙ্গদান করে আবারও নজির গড়ল এক পরিবার

Published : Aug 18, 2020, 02:10 PM ISTUpdated : Aug 18, 2020, 05:13 PM IST
  • করনা আবহে যেন এক আলোর দিশা
  • আবার অঙ্গদানের ঘটনা
  • বাবা করলেন ছেলের অঙ্গদান
  • পারিবারের সদস্যদেরও পেয়েছেন সমর্থন

ভাটপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাচ মন্দির এলাকার বাসিন্দা একত্রিশ বছরের সংগ্রাম ভট্টাচার্য পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শুক্রবারে জাগুলিয়া এলাকায় এক পথ দুর্ঘটনায় বিশেষভাবে আহত হন তিনি। প্রথমে সরকারি হাসপাতালে ও পরে বেসরকারি এক নার্সিংহোমে চিকিৎসাধিন ছিলেন তিনি। তবে কোনওরকম অবস্থার উন্নতি হয়নি তাঁর উলটে অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। অবশেষে সেই বেসরকারি হাসপাতালেই ব্রেন ডেথ হয় তাঁর। এরপরেই মৃতার বাবা ছেলের অঙ্গদানের সিদ্ধান্ত নেন। পরিবারেরও সায় ছিল তাঁর এই সিদ্ধান্তে। এমনকি সংগ্রামের বাবা সুশীম ভট্টাচার্য্য জানান বেঁচে থাকতে এমনটাই নাকি চেইতেন তাঁর ছেলেও। সিদ্ধন্ত নেওয়ার পরে আর দেরি করেননি সুশীম বাবু। চোখ, লিভার, কিডনি, হার্ট এবং পিল দান করার সিদ্ধান্ত নেন তাঁরা। তাদের এই মহান সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাদের পরিবার পরিজন থেকে শুরু করে তাদের এলাকার মানুষেরাও। শোকের মধ্যেও যেন এক আলোর আশা দেখতে পাচ্ছে সংগ্রামের পরিবার কারণ তাদের ছেলে না থাকলেও তাঁর অঙ্গগুলো বেঁচে থাকবে অন্য কারোর শরীরের মধ্যে দিয়ে।

05:04Suvendu Adhikari: ‘বিহারের পর বাংলাতেও শেষ হবে মহাজঙ্গলরাজ!’ সিঙ্গুরে মোদীর মেগা সভায় বিস্ফোরক শুভেন্দু
08:21Narendra Modi: ‘তৃণমূলের মহাজঙ্গলরাজকে বিদায় দিতে প্রস্তুত বাংলা!’ সিঙ্গুরে কড়া বার্তা মোদীর
04:47Agnimitra Paul: সিঙ্গুরে মোদীর একের পর এক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা! কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?
09:52BJP News: মোদীর সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ! বেলডাঙা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির
07:22Locket Chatterjee: সিঙ্গুরের মাটি থেকেই তৃণমূল সরকারের বিসর্জন হবে, মোদীর জনসভা থেকে হুঙ্কার লকেটের
07:21'সিঙ্গুরের মাটি থেকেই তৃণমূল সরকারের বিসর্জন হবে', মোদীর জনসভা থেকে হুঙ্কার লকেটের
08:28Narendra Modi: ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার!’ সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নতুন স্লোগান মোদীর
04:29সিঙ্গুরের জমিতে কবে থেকে শুরু হবে শিল্প? মোদীর সামনে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য Suvendu-র | PM Modi
04:28সিঙ্গুরের জমিতে কবে থেকে শুরু হবে শিল্প? মোদীর সামনে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
08:59Sukanta Majumdar: ‘এমন টাইট দেব ৫০ বছর বাড়ি থেকে বেরবে না!’ সিঙ্গুরে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ার করলেন সুকান্ত?