লোকাল ট্রেনে পাথর আতঙ্ক, পনেরোটি সেলাই পড়ল যাত্রীর মুখে, দেখুন ভিডিও

  • আবারও লোকাল ট্রেনে পাথর হামলার ঘটনা
  • বনগাঁগামী ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ
  • পাথর লেগে গুরুতর আহত এক যাত্রী

মাত্র আট দিনের ব্যবধান। ফের লোকাল ট্রেনে পাথর হামলার শিকার হলেন এক যাত্রী। এবারও সেই শিয়ালদহ- বনগাঁ শাখাতেই চলন্ত ট্রেনে পাথর মারার ঘটনা ঘটল। গুরুতর জখম যাত্রীকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান সহযাত্রীরা। পাথরের আঘাতে ওই যাত্রীর মুখ ফেটে যায়। বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাঁর মুখে পনেরোটি সেলাই করতে হয়। 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিয়ালদহ থেকে বনগাঁগামী একটি ট্রেনে। জানা গিয়েছে, রাত পৌনে দশটা নাগাদ ট্রেনটি মধ্যমগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। একটি পাথর এসে লাগে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা মিহির ঘোষ নামে এক যাত্রীর মুখে। তিনি মধ্যমগ্রাম থেকেই ট্রেনে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে মুখ ফেটে গলগল করে রক্তপাত শুরু হয় ওই যাত্রীর। সহযাত্রীরা কোনওক্রমে নাকে মুখে রুমাল চাপা দিয়ে পরিস্থিতি সামাল দেন। এর পর ট্রেনটি হাবরা পৌঁছলে মিহিরবাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পেশায় সেলাই কর্মী মাঝ বয়সি ওই যাত্রীর বাড়ি অশোকনগরের পাঁচ নম্বর এলাকায়। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে লোকাল ট্রেনগুলিতে যে পরিমাণ ভিড় হয়, তাতে বাধ্য হয়ে অনেককেই দরজার কাছে দাঁড়াতে হয়। এই অবস্থায় যদি বার বার পাথর হামলার ঘটনা ঘটে, তাহলে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। অভিযুক্তদের চিহ্নিত করে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সেই অভিযোগও তুলছেন যাত্রীরা। যদিও এ বিষয়ে এখনও পূর্ব রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী07:43মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুনে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে06:46'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?05:12জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন অভিষেক, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন সৌম্য আইচ05:08তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন দিলীপ