রাত নামতেই পশ্চিম মেদিনীপুরে ছড়াচ্ছে আতঙ্ক। সেখানে জঙ্গলমহল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতির পাল। সেখানে হাতির হানায় ঘটে চলেছে একের পর এক মৃত্যুর ঘটনা। সেখানে বাড়ছে জমির ফসলের পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির পরিমাণও। যার ফলে সন্ধ্যা হলেই এলাকায় ছড়াচ্ছে আতঙ্ক। রবিবার সন্ধ্যায় শালবনী ব্লকের ভাউদি এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে পনেরোটি হাতির একটি পাল। হাতি তাড়াতে পিছু নেয় হুলা পার্টি। আর এই হাতির আতঙ্কেই রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের।