করোনা রুখতে দেশ জুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। করোনা থেকে বাঁচতে টিকা নিতে মরিয়া এখন মানুষ। তবে চাহিদার তুলনায় যোগান কম করোনা টিকার। যার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার আবারও তেমনই ছবি দেখা গেল হাওড়ায়। সারা রাত হাসপাতালে অপেক্ষার পরই মিলছে টিকা। এমনই ছবি দেখা গেল দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরই মাঝে উঠেছে টিকা নিয়ে দুর্নীতির অভিযোগও।