কুলতলিতে বাঘের আতঙ্ক। কুলতলী ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের। শনিবার একটি বাঘ ঢুকে পড়ে এলাকায়। রবিবার সকালে এক ব্যক্তির উপর হামলাও করে বাঘটি।
বিগত পাঁচ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। প্রথমে কুলতলির ৫ নম্বর গোপালকাটা গ্রামে বাঘটি ঢুকেপড়ে। পরে সেই বাঘ ডোঙাজোড়া গ্রাম লাগোয়া পিয়ালি নদীর চরের ম্যানগ্রোভের জঙ্গলে আশ্রয় নেয়। এখনও সেখানেই রয়েছে বাঘটি। ইতিমধ্যেই বাঘের হানায় জখম হয়েছে দু'জন। বিগত তিনদিন ধরে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। বারে বারে খাঁচা পাতা হলেও ধরা দেয়নি বাঘ। তাই সোমবার বাঘকে ঘুম পাড়ানি গুলি করে ধরার চেষ্টা চালাচ্ছে বন দফতর। ইতিমধ্যেই যে এলাকায় বাঘ রয়েছে সেটিকে ঘিরে রাখা হয়েছে। রবিবার রাতেও রাত পাহারা দিয়েছেন বনকর্মী, পুলিশ ও গ্রামবাসীরা। রবিবারও দুটি খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। কিন্তু তাতে ধরা দেয়নি বাঘ। তবে বেশ কয়েকবার নাইলনের জাল ছিঁড়ে বাইরে বেরনোর চেষ্টা করেছে বাঘ। সোমবার সকাল থেকে তাই বাঘ ধরতে একদিকে যেমন ঘুম পাড়ানি গুলির ব্যবস্থা করা হচ্ছে, তেমনি অন্যদিকে নাইলনের জাল দিয়ে ঘেরা অংশ ছোট করা হচ্ছে। যাতে সহজেই বাঘের কাছে পৌঁছনো যায়। ইতিমধ্যেই জঙ্গলের একাধিক জায়গায় মাচা বাঁধা হয়েছে। সেই মাচা দিয়েই ঘুম পাড়ানি গুলি ছোড়া হবে।