সেঞ্চুরি পার পেট্রোল, ডিজেল ১০০ ছুঁই ছুঁই । তাই এবার সাইকেল নিয়ে সিঙ্গুর থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না । এদিন সকালে শিমুর থেকে কর্মী সমর্থকদের নিয়ে ছ নম্বর জাতীয় সড়ক ধরে কোন মোড়ে আসলে তার সঙ্গে এই সাইকেল রেলি তে যোগদান ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যান ঘোষ । তারপরে দুজনে একসঙ্গে বেনারস রোড, ইস্ট-ওয়েস্ট বাইপাস, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, স্ট্যান্ড রোড হয়ে পৌঁছান বিধানসভায় । বর্তমান কেন্দ্র সরকারের নীতির কারণে আজ অগ্নিমূল্য জ্বালানি । ফলে সমস্যায় পড়েছেন আমজনতা । বর্তমান পরিস্থিতিতে মানুষ আজ থেকে ৫০বছর পিছিয়ে গেলেন বলে দাবি করেন সম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না ।