অক্সিজেন ছাড়া সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়ীর পথে পিয়ালী বসাক

উল্লেখ্য, মূলত অক্সিজেনের সাহায্য ছাড়াই বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্টে আরোহন করেছিলেন চন্দননগরের পিয়ালি বসাক। তবে এভারেস্টের কিছুটা আগে যেখানে অক্সিজেনের পরিমাণ তলানিতে, সেখানে বাধ্য হয়ে কিছুটা অক্সিজেনের সাহায্য নেন পিয়ালি। এরপরই তিনি লোৎসে শৃঙ্গের উপর ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেমে পড়েন। বলা বাহুল্য, চূড়ান্ত মানসিক জোড় এবং সাহসিকতা ছাড়া যে এই সাফল্য কার্যত অসম্ভব একথা প্রায় সকল পর্বতরোহীরই জানা। 
 

৭২ ঘন্টার মধ্যে চন্দননগরের পিয়ালির জোড়া সাফল্য। এভারেজ জয়ের পর এবার লোৎসে শৃঙ্গ ও জয় করে ফেললেন এই বঙ্গ তনয়া। ভারতীয় মহিলা হিসাবে একইসঙ্গে দুই শৃঙ্গ জয়ের নজিরও গড়ে ফেললেন তিনি। রবিবার সকাল ৮টা নাগাদ খবর আসে যে এভারেস্ট শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছেন তিনি। এমন কি অক্সজেন ছাড়াই এই রেকর্ড নিজের ঝুলিতে এনেছেন পিয়ালি বসাক। এর আগে অসামরিক বিভাগে ভারতীয়দের মধ্যে কারোরই এমন রেকর্ড ছিল না বলেই জানা গেছে। শুধু তাই নয় বিশ্বের দ্বিতীয় ব্যাক্তি হিসাবে এই রেকর্ড গড়েছেন পিয়ালি। তবে এখানেই থিম থেকেন নি তিনি, এভারেস্ট জয়ের পর নয়া রেকর্ডের সন্ধানে পথ চলা শুরু করেন তিনি। 

অবশেষে ২ দিন কাটতে না কাটতেই পিয়ালি বসাকের খুলিতে এল আরও এক নতুন রেকর্ড। মঙ্গলবার সন্ধ্যা ৭.২৩ মিনিট নাগাদ পিয়ালির বোন তমালির ফোনে পায়োনিয়ার এজেন্সি মেসেজ করে জানায় এভারেস্টের পর এবার লোৎসে শৃঙ্গ জয় করে নজর গড়েছেন পিয়ালি। এর আগে বাংলার আর এক পর্বতারোহী ছন্দা গায়েন এভারেস্ট জয়ের পর লোৎসে জয় করতে গিয়ে হিমশীতল বরফের মাঝেই হারিয়ে গিয়েছিলেন। এতটাই ভয়ংকর সেই যাত্রাপথ। তবু কোনও পিছুটানেই পিছিয়ে থাকেন নি পিয়ালি। তাঁর অদম্য সাহস এবং ইচ্ছাশক্তির উপর ভর করে  বেরিয়ে পড়েন লোৎসে জয়ের পথে। 
 

04:50Rashifal 2025: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে06:23‘মমতাকে সওকত মোল্লা মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর07:48‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর06:47কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের08:50'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই15:29'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের04:53পড়ুয়াকে বাংলাদেশী বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য নদীয়ার কল্যাণীতে06:47কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের08:49'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই02:34সুন্দরবনে ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
Read more