বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান স্টেশন চত্বর। দুই দলের সংঘর্ষের মধ্যেই চলল তুমুল বোমাবাজি। আতঙ্কিত হয়ে পড়লেন রেল যাত্রী এবং পথচারীরা। পরে এক বিজেপি নেতাকে বেধড়ক মারতে মারতে গ্রেফতার করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় দু' পক্ষেরই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে।
বিজেপি-র অভিযোগ এ দিন সকালে সদস্য সংগ্রহ অভিযানে বাধা দেয় তৃণমূল। বিজেপি কর্মীদের দোকানও ভাঙচুর করা হয়। পাল্টা তৃণমূলের অভিযোগ,তাদের কর্মী সমর্থকদের জোর করে বিজেপি-র সদস্য হতে বাধ্য করা হচ্ছিল। এই নিয়েই দুই দলের কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুদিন আগেই সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া স্থানীয় নেতাকে খোকন পালকে মারতে মারতে গ্রেফতার করে পুলিশ। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।