পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল বালি বোঝাই লরি। আর সেই লরির ধাক্কাতেই মৃত্যু হল সাইকেল আরোহী যুবকের। এই অভিযোগে পুলিশকে তাড়া করল ক্ষুব্ধ জনতা। জনরোষ থেকে বাঁচতে রাস্তার ধারে ঝোঁপের মধ্যে গিয়ে লুকোলেন পুলিশকর্মী। পরে অবশ্য ভিড়ের মধ্যে থেকেই কয়েকজন গিয়ে ওই পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে আসে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু এবং গৌর নগরের মাঝে। মৃত সাইকেল আরোহীর নাম ঝন্টু মণ্ডল (২৫)। তাঁর বাড়ি কোতোয়ালি থানার আনন্দবাসে। এ দিন সকালে ফল বিক্রেতা ঝন্টু পেয়ারা কিনতে যাওয়ার সময় একটি বালি বোঝাই লরি তাঁকে পিষে দেয়। এর পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। অভিযোগ, প্রতিদিনই পুলিশ মাল বোঝাই লরির থেকে ঘুষ নেওয়ার চেষ্টা করে। পালাতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটায় মাল বোঝাই গাড়িগুলি।