খেজুরিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হেঁড়িয়াতে ভারতী ঘোষকে আটকালো পুলিশ। খেজুরিতে বিজেপি কর্মীদের উপরে তৃণমূলের সন্ত্রাস, মারধর, মিথ্যে মামলায় গ্রেফতার- সহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বুধবার বিজেপি-র থানা ঘেরাও কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন ভারতী । কিন্তু পুলিশ খেজুরিতে ঢোকার মুখে হেঁড়িয়াতে আটকে দেয় ভারতী ঘোষের গাড়ি। খেজুরিতে আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্যই ভারতীর গাড়ি আটকানো হয় বলে পুলিশের দাবি। পুলিশের বাধা উপক্ষো করেই প্রাক্তন পুলিশ সুপার এগোতে গেলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একা এক মহিলা পুলিশকর্মীকে হাতের নাগালে তাঁকেও শারীরিক হেনস্থা করতে দেখা যায় বিজেপি কর্মীদের।
বাধা পেয়ে ঘটনাস্থলেই বসে পড়েন ভারতী ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, 'বাংলার পুলিশ রাক্ষসে পরিণত হয়েছে। সাধারণ মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে। আমাকে মারা হয়েছে। কেন আমাকে আটকানো হচ্ছে তার কোনও কারণ দেখাতে পারেনি পুলিশ।' ভারতীর দাবি, তিনি এলাকার এক কর্মীর বাড়িতে চা খেতে যাচ্ছিলেন।