এবার আর তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে বিক্ষোভ নয়। যে নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের ছবি দিয়ে রীতিমতো পোস্টার ঝোলানো হল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাস্তায়। কারো বিরুদ্ধে চাকরির পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ, আবার কারো বিরুদ্ধে সরকারি প্রকল্পেক সুবিধার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগের কথা বলা হয়েছে পোস্টারে। অতনু গুছাইত, বাসুদেব রায়, রাজকুমার কুণ্ডুদের মতো তৃণমূল নেতাদের নাম বড় বড় হরফে ছাপা হয়েছে পোস্টারে। প্রত্যেকের থেকেই কাটমানি ফেরতের দাবি জানানো হয়েছে
পোস্টারের নীচে কোলাঘাট নাগরিকবন্দের নাম লেখা রয়েছে। কাটমানি না ফেরালে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও, স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ পোস্টার ঝোলানোর নেপথ্যে রয়েছে বিজেপি।