টুসু ভাসান কে ঘিরে উৎসবের আমেজে মেতেছে বাঁকুড়ার বিষ্ণপুরের মানুষ। সারা পৌষ মাস ধরে চলে এই উৎসব। পৌষ সংক্রান্তির দিন টুসু বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় পৌষ পার্বন উৎসব। টুসুর বিদায় বেলায় হয় নাচ-গানও। বুধবার রাতভর টুসুর জাগরন করে বৃহস্পতিবার সকাল থেকেই রাঢ় বাংলার মানুষ বেরিয়ে পড়েন টুসুর চৌদাল হাতে নিয়ে। বাঁকুড়ার জেলার বহু নদী ঘাটেই দেখা গেল টুসু ভাসান ও মকর স্নানের ভীড়। সেই সঙ্গেই নিউ নর্মালে টুসু ভাসান কে ঘিরে সকাল থেকেই জমজমাট মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুরের যমুনা বাঁধ।