জোর কদমে মায়াপুর ইসকনের রথযাত্রার প্রস্তুতি। গত দুই বছর পরে রথের দড়িতে টান পড়তে চলেছে। রথযাত্রা ঘিরে প্রবল উচ্ছ্বাস মায়াপুরবাসীদের। রথ পরিস্কারের কাজ প্রায় শেষ। ৩ টি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। ভক্তদের মধ্যে অবতীর্ণ হবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী।
জোর কদমে মায়াপুর ইসকনের রথযাত্রার প্রস্তুতি। গত দুই বছর পরে রথের দড়িতে টান পড়তে চলেছে। রথযাত্রা ঘিরে প্রবল উচ্ছ্বাস মায়াপুরবাসীদের। রথ পরিস্কারের কাজ প্রায় শেষ। ৩ টি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। ভক্তদের মধ্যে অবতীর্ণ হবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী।