প্রবল নিম্নচাপে দিঘা-মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র। উত্তাল সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা। সোমবার সকাল থেকেই কলো মেঘ করে বৃষ্টি উপকূলবর্তী এলাকায়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সমুদ্রে নামতে দেখা যায় বহু পর্যটককে। সমুদ্র থেকে পর্যটকদের তুলতে তৎপর প্রশাসন। মন্দারমণি এবং দিঘার কোস্টাল থানার তরফ থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিম্নচাপের জেরে সমুদ্রে নামতে না পেরে মুখ ভার পর্যটকদের।
প্রবল নিম্নচাপে দিঘা-মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র। উত্তাল সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা। সোমবার সকাল থেকেই কলো মেঘ করে বৃষ্টি উপকূলবর্তী এলাকায়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সমুদ্রে নামতে দেখা যায় বহু পর্যটককে। সমুদ্র থেকে পর্যটকদের তুলতে তৎপর প্রশাসন। মন্দারমণি এবং দিঘার কোস্টাল থানার তরফ থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিম্নচাপের জেরে সমুদ্রে নামতে না পেরে মুখ ভার পর্যটকদের।