প্রতীকী পার্থ চট্টোপাধ্যায় গলায় জুতোর মালা ও কোমরে দড়ি বেঁধে দুজন প্রতীকী ইডি অফিসার কে ঘোরানো হলো সল্টলেকের বিভিন্ন জায়গায়
ভারতীয় জনতা পার্টি বিধাননগর ১ ও ২ মন্ডলের তরফ থেকে অভিনব কর্মসুচি নেওয়া হয় | প্রতীকী পার্থ চট্টোপাধ্যায় গলায় জুতোর মালা ও কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো | সঙ্গে প্রতীকী ইডি অফিসার ও ছিল | তারা শ্লোগান ও তোলে তৃণমুলের নামে | এই দুর্নীতিবাজ ব্যাবিচার সরকারের অপসারণের দাবিতে এই মিছিল বলে দাবি বিজেপি কর্মীদের