বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর অত্যাচারের প্রতিবাদ চলছে জেলায় জেলায়। রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ। প্রসঙ্গত, আলিপুরদুয়ারে একটি দলীয় অনুষ্ঠানে যাওয়ার সময় হামলা হয় দিলীপ ঘোষের ওপর। সেই সঙ্গেই চলে গাড়ি ভাঙচুর। আলিপুরদুয়ারের জয়গাঁতে ঘটে এই ঘটনা। দিলীপের কনভয়ের মোট ৩টি গাড়িতে চলে ভাঙচুর। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে বিজেপি সমর্থকরা। একদিকে কলকাতার শোভাবাজারে রাস্তার মাঝখানে চলছে প্রতিবাদ। অন্যদিকে, একই ছবি দেখা গেল কৃষ্ণনগরেও। সেখানকার পোস্টঅফিস মোড়ে চলছে বিজেপি সমর্থকদের প্রতিবাদ।