চিনের মুখোশ খুলে দাও, রাজ্য জুড়ে এমন আওয়াজেই চলল লাদাখের প্রতিবাদ

  • লাদাখের চিনের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল 
  • কলকাতা থেকে সল্টলেক ও জেলায় একই ছবি 
  • কোথাও বিজেপি, আবার কোথায় কংগ্রেসের বিক্ষোভ 
  • চিনের বিরোধিতায় সামিল হয়েছিল স্থানীয় ক্লাব ও এলাকার মানুষ 

লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা ফৌজের হামলা এবং ২০ জন শহিদ ভারতীয় জওয়ানের জন্য বৃহস্পতিবার ফের রাস্তায় নেমে হল প্রতিবাদ। কলকাতার কাকুড়গাঁছি-তে রাস্তায় নেমে চিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় স্থানীয় অভিযান ক্লাব। এই প্রতিবাদে ক্লাবের সদস্যদের সঙ্গে সঙ্গে এলাকার শিশু ও মহিলারাও সামিল হয়। 

অভিযান ক্লাবের সচিব রঞ্জিত দে জানান, চিনের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন। এই প্রতিবাদ কর্মসূচিতে চিনের প্রেসিডেন্ট জিনপিং-এর কুশপুতুলও দাহ করা হয়। চিনে তৈরি সমস্ত জিনিস ব্যবহার না করারও আহ্বান দেওয়া হয় এই প্রতিবাদে। 

কৃষ্ণনগরেও প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। রাস্তার ধারে দাঁড়িয়ে বিজেপি কর্মী ও সমর্থকরা চিনের বিরুদ্ধে স্লোগান তোলেন। লাদাখে ভারতীয় ভূখণ্ড কেন চিন দখল করে রাখবে এই নিয়েও প্রতিবাদে মুখর হন বিজেপি-র কর্মী ও সমর্থকরা। প্রতিবাদ কর্মসূচিতে চিনের প্রেসিডেন্টের কুশপুতুলও দাহ করা হয়। 

সল্টলেকের লাবণীতেও একইভাবে চিনের বিরুদ্ধে প্রতিবাদ দেখায় বিজেপি। রাস্তায় বসে বিজেপি কর্মী ও সমর্থকরা চিনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর আগে লাবণী আইল্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। সেই মিছিল-ই ইসি ব্লকে চিনা কনস্যুলেট ভবন পর্যন্ত যায়। সেখানে পৌঁছনোর পর বিজেপি কর্মী ও সমর্থকরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসে পড়েন। 

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে